দিনাজপুর, ২৮ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: গাজীপুরে বিএনপিকে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে দিনাজপুরে ২০ দলীয় ঐক্যজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা ২০ দলীয় ঐক্যজোট ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান উজ্জ্বল, মাহবুব আহমেদ, জামায়াত নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, তমিজ উদ্দীন আহমেদ, জাগপা’র রকিবউদ্দীন চৌধুরী মুন্না প্রমুখ।