বাগেরহাটে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে খুলনা ও বরিশাল বিভাগের স্কুলের বুদ্ধি প্রতিবন্ধীদের দু দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতা শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে সুইড বাংলাদেশের আয়োজনে ১৮টি স্কুলের বুদ্ধি প্রতবিন্ধীদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। আলহাজ্ব অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যাপী বড়াল এমপি, জেলা প্রশাসক মু. শুকুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সুইড বাংলাদেশের সভাপতি মো. জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মো. হেমায়েত উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান ।

ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধীদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস কাজ করছে।