শেরপুর থেকে প্রতিনিধি: আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দু গ্রুপের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অব্যাহত হামলার প্রতিবাদে শ্রীবরদীর ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার ও থানায় স্মারকলিপি দিয়েছেন।
রোববার দুপুরে শ্রীবরদী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর মেয়র আবদুল হাকিম, কাঁচা বাজার সমিতির সভাপতি কুরবান
আলী, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন কালাম ও আক্রাম হোসেনসহ শতাধিক ব্যবসায়ী এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার পৃথকভাবে স্মারকলিপি গ্রহণ করেন।
গত কয়েকদিন ধরে শহরে সরকার দলের বিবদমান দুটি গ্রুপ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এতে শহরে দোকানপাটসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগে ব্যবসায়ীরা মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছিলেন।