১৬২ জন আরোহীসহ ইন্দোনেশিয়ায় একটি বিমান নিখোঁজ হয়ে গেছে। বিমানটি ইন্দোনেশিয়ার একটি শহর থেকে সিংগাপুরের উদ্দেশে রওয়ানা হবার কিছুক্ষণ পর গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।
মালেশিয়াভিত্তিক এয়ারএশিয়ার বিমানটিতে ১৬ শিশু ও এক নবজাতকসহ ১৫৫ জন যাত্রী ছিল। দুজন পাইলট এবং পাঁচজন ক্যাবিন ক্রু বিমান পরিচালনার দায়িত্বে ছিলেন। আরোহীদের ১৫৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া দক্ষিণ কোরিয়ার তিনজন ও মালেশিয়া এবং সিংগাপুরের একজন করে যাত্রী ছিলেন।
নিখোঁজের পর দুই দেশ বিমানটির সন্ধানে নেমেছে। তবে এখন পর্যন্ত এর কোনও হদিস মেলেনি।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে বিমানটি ইন্দোনেশিয়ার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে আবহাওয়ার কারণে পথ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু তার পর পরই বিমানের সঙ্গে ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর এপি’র।
এয়ার ট্র্যাফিকের একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর ৬টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয়। এসময় পাইলট মেঘের কারণে গতিপথ বাঁ দিকে সরিয়ে ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল।
এ বছর মালেশিয়ার সঙ্গে সম্পৃক্ত তৃতীয় বিমান দুর্ঘটনা এটি। গত ৮ মার্চ ফ্লাইট ৩৭০ নামের একটি বোয়িং বিমান কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। জুলাইয়ের ১৭ তারিখে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাত্রার পর আরেকটি বোয়িং বিমান ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়। এতে ২৯৮ যাত্রী নিহত হয়।