গফরগাঁও, ২৯ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ হাজার হতদরিদ্র, দু:স্থ্য মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা, এতিম ও ছিন্নমূল শীতার্তদের মাঝে ২৫ লাখ টাকার কম্বল বিতরণ করা হয়েছে।
মুক্তপায়রা খেলাঘর আসর, গফরগাঁও প্রেসক্লাব ও মসজিদের ঈমামগণ এই মহতি আয়োজন করেন। বিশিষ্ট শিল্পপতি মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামানের পৃষ্ঠপোষকতায় উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পৌরশহরের ডাকবাংলো মাঠে কম্বল বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ড। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তপায়রা খেলাঘর আসরের আহবায়ক আতাউর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক শেখ আব্দুল আওয়াল, উপদেষ্টা আজিম উদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় খেলাঘর সদস্য আবু জাফর খাঁন মনি, সাংবাদিক আতিকুল্লাহ, তফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, আজহারুল হক, ইস্কান্দার রিবেল, আহসান হাবিব বাবু প্রমুখ।