গফরগাঁও থেকে প্রতিনিধি: রোববার (২৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রফেতারকৃতরা হচ্ছে দত্তের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন, যুবদল নেতা শহিদ ও আবুল কালাম এবং পাঁচবাগ ইউনিয়ন বিএনপি কর্মী আফজাল হোসেন।
সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার: রোববার রাতে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ উপজেলার মশাখালী ইউনিয়নের কান্দি এলাকায় অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামি সুরুজকে গ্রেফতার করেছে। পারিবারিক আদালতে সাজাপ্রাপ্ত সুরুজ আলি দীর্ঘদিন যাবত পলাতক ছিল।