যক্ষ্মা নিয়ে শেরপুরে গোলটেবিল

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ে এক গোটেবিল অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আজ সকালে (২৯ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন ও ব্র্যাকের আয়োজনে এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। জেলায় সার্বিকভাবে যক্ষ্মা পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জেলা সিভিল সার্জন জানান।

সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনরে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থি ছিলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মুজিবুল হক, বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, ডা. মো. সেলিম মিয়া, ডা. নাদিম, ব্র্যাক কর্মকর্তা বিশ্বজিৎ সরকার, মো. আতাউর রহমান, সাংবাদিক অ্যাডভোকেট জাকির হোসেন, রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা, রফিক মজিদসহ প্রমুখ।

বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা মো. সারোয়ার হোসেন।