শেরপুর থেকে প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে অগ্রণী ব্যাংকের ৯১৭তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ব্যাংকের এ নতুন শাখার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর -১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, অগ্রণী ব্যাংকের এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল, মহাব্যবস্থাপক হুরমুজ আলী, উপ-মহাব্যবস্থাপক আবদুল গফুর, সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর জোনের প্রধান সুরঞ্জন কুমার রায়, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।