শেরপুরে বিএনপির ৫ নেতা-কর্মী আটক

শেরপুর থেকে প্রতিনিধি: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির  পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। হরতালে নাশকতা ঠেকাতে এদের আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, হরতাল চলাকালে সদর উপজেলা থেকে চারজন ও নকলা উপজেলা থেকে একজনকে আটক করা হয়েছে। এরা হলেন সদরের লিয়াকত আলী খান (৫০), সৌরভ (২৫), সবুজ (২৪), ফকির চাঁন (৪২) ও নকলা উপজেলার শওকত আলী (৫০)।