ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় জাভা সাগর থেকে অন্তত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার নিখোঁজ হওয়ার পর সন্ধানকারী দলের সদস্যরা ইন্দোনেশিয়ার বোর্নিও-তে কালিমান্তান উপকূলের অদূরে জাভা সাগরে কিছু ধ্বংসাবশেষের কাছে ভাসমান মৃতদেহগুলি ভাসতে দেখে। ধ্বংসাবশেষগুলো এয়ারএশিয়ার ওই বিমানটির কি-না তা পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ। জাভা সাগরের ওই এলাকায় জাহাজ পাঠানো হয়েছে। রোববার সকালে ১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এয়ারএশিয়ার বিমানটি দুর্ঘটনায় পড়ে।