ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি সিরিজের তৃতীয় টেস্ট ড্র করার আকস্মিক অবসরের ঘোষণা আসে ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়কের। এ ড্রয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে ৩৩ বছর বয়সী ধোনির অবসরের কথা জানায়।
ভারতের অধিনায়ক ও উইকেটকিপার ৯০টি টেস্ট খেলেছেন। এগুলোর ৬০টিতে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অবসরের ঘোষণার পর তাকে আর সাদা পোশাকে দেখা যাবে না। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ চালিয়ে যাবেন তিনি। তার জায়গায় বিরাট কোহলির টেস্ট ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পাবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া