বীজ প্রযুক্তির ওপর নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ

kisi office
নালিতাবাড়ীতে বীজ উৎপাদন ও ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর থেকে প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার এবং বীজ মান পরীক্ষা বিষয়ে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির সহায়তায় উপজেলা কৃষি অফিসের হলরুমে দুই ব্যাচে ৬০ জন কৃষককে  প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বীজের বিশুদ্ধতা, আর্দ্রতা, বীজ সম্পর্কিত আইন ও বিধিমালা বিষয়ে আলোচনা করা হয়। পরীক্ষণের জন্য বীজের নমুনা সংগ্রহ পদ্ধতি নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া কৃষক পর্যায়ে সঠিক উপায়ে বীজ সংরক্ষণ পদ্ধতিসহ কৃষির নানাবিধ বিষয়ে কৃষকদের পরামর্শও প্রদান করা হয় এ প্রশিক্ষণে।

কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা আবু সাইদ মো. আখতারুজ্জামান, জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শেখ মো. মুজাহিদ নোমানী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  হুমায়ুন কবীর।