রায়পুর থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরের এক কৃষকের পানের বরজ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক।
উত্তর চর আবাবিল গ্রামের আবদুল মান্নান নামের ওই কৃষক ৩২ শতাংশ জমিতে পান চাষ করেছিলেন। তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে পান বরজের জমি দখল করার পর আজ দুপুর পর্যন্ত সেখানে আলাউদ্দিন ও তার ভাড়াটে লোকজন দেশি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল।
মান্নান আরও জানান, ব্যাংক ঋণ নিয়ে গত ১০ বছর থেকে তিনি ৩২ শতাংশ জমিতে পান চাষ করে আসছেন। পান চাষে সাফল্য দেখে প্রতিপক্ষ তার জমি দখলের চেষ্টা চালায়। এ নিয়ে আদালতে মামলা চলছে।
দখল প্রসঙ্গে আলাউদ্দিন বলেন, জমিতে কাজ করতে লোকজন দা, ছেনি, শাবল নিয়ে এসেছে। মান্নান এ জমির মালিক নয়। আমাদের জমি আমরা দখল নিতে পানের বরজ ভেঙে ফেলি।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহিন উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।