কম্বল পেলেন ধনবাড়ীর ৮০ মুক্তিযোদ্ধা

ধনবাড়ী থেকে প্রতিনিধি:  টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০জন মুক্তিযোদ্ধা কম্বল পেয়েছেন। মঙ্গবার (৩০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিলি করা হয়। উপজেলা চত্ত্বরে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও উপজেলা নির্বাহী অফিসার  সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মমর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।