কলাপাড়ায় আমন চাল কেনা শুরু করেছে সরকার

কলাপাড়া থেকে প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারিভাবে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন খাদ্য গুদাম চত্বরে চাল সংগ্রহ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা খাদ্য কর্মকর্তা এস এম তাহসিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুর রব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরেদৌস আলম ও উপজেলা  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ। পটুয়াখালী জেলায় এবার ১৭২ মেট্রিক টন চাল কিনবে সরকার।