গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর নির্যাতন কারণে লিজা আক্তার (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লিজা ঘরের আড়কাঠের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।
আট বছর লিজা আক্তারের বিয়ে হয়। স্বামী সাইফুলের বাড়ি উস্থি ইউনিয়নের তেরশ্রী গ্রামে। তার দুটি সন্তান রয়েছে।
লিজার বাবা আবুল কাশেম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সাইফুল লিজাকে টাকার জন্য চাপ দিতে থাকে। বিয়ের সময় তিনি সাইফুলকে দুটি গরু এবং নগদ এক লাখ দিয়েছিলেন। সাইফুল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য লিজাকে নির্যাতন করত। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হলেও নির্যাতন থামেনি। নির্যাতনের কারণেই লিজা আত্মহত্যা করে বলে দাবি করেন তিনি।
পাগলা থানার ওসি বদরুল আলম খান জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।