হেমায়েত উদ্দিন হিমুকে (বিটিভি) সভাপতি ও দুলাল সাহাকে (যমুনা টিভি) সাধারণ সম্পাদক করে ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) টাউন হলে অনুষ্ঠিত সভায় এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি-শ্যামল চন্দ্র সরকার (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও মাসউদুল আলম (আরটিভি), সহ-সাধারণ সম্পাদক-আজমির হোসেন তালুকদার (একুশে টিভি) ও আহসানুল কবীর মামুন (মোহনা টিভি), কোষাধ্যক্ষ-তরুণ সরকার (একাত্তর টিভি), দফতর সম্পাদক- জহিরুল ইসলাম জলিল (আরটিভি) এবং সদস্য- জিয়াউল হাসান পলাশ (চ্যানেল ২৪), কাজী খলিলুর রহমান (দিগন্ত টিভি), হুমায়ূন কবীর (বাংলাভিশন), শহীদুল আলম (গাজী টিভি), কাওসার হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), মঈনুল হক লিপু (চ্যানেল নাইন) ও মাসুম বিল্লাহ (মোহনা টিভি)।