নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা, টংক আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আজ সপ্তাহব্যাপী মণি সিংহ মেলা শুরু হয়েছে। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
সকালে দুর্গাপুর উপজেলা সদরের টংক স্মৃতিসৌধ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী। এ সময় কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার ছেলে কমরেড ডা. দিবালোক সিংহসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় প্রতিদিন আলোচনা সভা, মণি সিংহের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন পণ্যের অর্ধশতাধিক স্টল বসেছে।
আয়োজকরা জানান, অসহায় মানুষের শোণ- বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন, মুক্তিযুদ্ধসহ মানুষের অধিকার আদায়ের আন্দেলনের পুরোধা মণি সিংহের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মণিমেলার আয়োজন করা হয়েছে। উপমহাদেশের কালজয়ী সংগ্রামী পুরুষ ছিলেন মণি সিংহ। প্রচলিত সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার জন্য মণি সিংহ তার সারা জীবন ব্যয় করেছেন। কিশোর বয়সেই এই নেতা রাজনৈতিক সংগঠনে সক্রিয় হয়ে ১৯৩৭ সালে দুর্গাপুরে কৃষকদের জন্য শুরু করেন টংক আন্দোলন। এই নেতা ৮৯ বছর বয়সে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মারা যান।