বর্ষবরণের অনুষ্ঠানে পদদলিত হয়ে চীনে ৩৫ জনের মৃত্যু

চীনের সাংহাই শহরে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠানে পদদলিত হয়ে ৩৫ জন মারা গেছে। এ ঘটনায় আরো ৪২ জন আহত হয়।

সাংহাইয়ের নদীতীরবর্তী বান্দ এলাকার চেনি স্কয়ারে স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন উৎসবের সময় এলাকাটি জনাকীর্ণ হয়ে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পাশের একটি বাড়ির জানালা থেকে ডলারের মতো দেখতে কুপন ছোড়া হলে সেগুলো ধরতে জনতার মধ্য হুড়োহুড়ি লেগে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করা হচ্ছে।