ঝগড়া থামাতে গিয়ে নালিতাবাড়ীতে বৃদ্ধ খুন

নালিতবাড়ী থেকে এম. সুরুজ্জামান: কন্যার সঙ্গে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে খুন হয়েছেন নুর ইসলাম। আজ (১ জানুয়ারি) শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা গ্রামে খুন হন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নুর ইসলামের কন্যা মরিয়মের সঙ্গে প্রতিবেশী ছানোয়ারের ঝগড়া বাঁধে। দুজনই এসময় মারমুখী হয়ে উঠে। ঝগড়া থামাতে গেলে ছানোয়ার বাঁশের লাঠি দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মারা যান তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল হক জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। দায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।