ধনবাড়ী থেকে প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (১ জানুয়ারি) জাতীয় পার্টির অফিসে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহম্মেদ পিন্টু, তোফাজ্জল হোসেন, মো. আশরাফুল, এস এম সোহেল সুরুজসহ অন্যরা।