পার্বতীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

দিনাজপুর থেকে রতন সিং: জমি নিয়ে বিরোধের জের ধরে পার্বতীপুরে মুক্তিযোদ্ধা নুর ইসলামকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বাড়ি নির্মাণের কাজ করার সময় খুন হন তিনি।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আজ (১ জানুয়ারি) সকালে ৯টায় খাগড়াবন পশ্চিমপাড়ার মুক্তিযোদ্ধা নুর ইসলাম (৭২) পাঁচ শতাংশ জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এ সময় লাঠিসোটা হাতে আনসার আলী ও আফসার আলীসহ ১০-১২ জন এসে নির্মাণ কাজে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নুর ইসলামকে লাঠিপেটা করে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

নুর ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।