গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: বখাটেদের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ের এসএসসি পরীক্ষার্থী ক’জন ছাত্রী। স্কুলের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে বখাটেরা দুজন শিক্ষককেও লাঞ্ছিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বল্পছাপিলা আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আটজন ছাত্রী স্কুলে গিয়ে কোচিং করত। কোচিংয়ে যাওয়া-আসার সময় এলাকার মফিজ মাস্টারের ছেলে আজাদ এবং ইন্তাজ খানের ছেলে জিকু ও তাদের সহযোগী সৌরভ, এরশাদ, সুফল খান, মাসুম, মঞ্জুর, ময়না, জাকিরসহ আরও ক’জন মিলে ছাত্রীদের উত্যক্ত করত। তারা ২৭ ডিসেম্বর পুলেরঘাট বাজারের কাছে ছাত্রীদের আটকে পেটানোর চেষ্টা করে এবং গালাগালি করে। নিরাপত্তাহীনতার জন্য এরপর থেকে ছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
একাধিক শিক্ষার্থী জানিয়েছে, বখাটেদের ভয়ে এখন তারা বাড়ি থেকেও বেরোনোর সাহস পাচ্ছে না।
স্কুলের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে পাগলা থানায় অভিযোগ দায়ের করলে বখাটের দল মঙ্গলার (৩০ ডিসেম্বর) বিকেলে শিক্ষক জয়নাল আবেদিন ও মাসুদ উদ্দিনকে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।