বাগেরহাট থেকে বাবুল সর্দার: বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া শরণখোলার একটি ট্রলার ১৬ জেলেসহ ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে। ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সাগরে হারিয়ে যেতে পারে বলে মালিকের ধারণা। নিখোঁজ জেলেদের উদ্বিগ্ন স্বজনরা আজ (১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
ট্রলারের মালিক বিলাস রায় কালু জানান, গত ১১ ডিসেম্বর শরণখোলার রায়েন্দা বাজার থেকে তার এফবি মুক্তি-১ নামের মাছ ধরার ট্রলার নিয়ে এক সপ্তাহের বাজারসহ ১৬ জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যাত্রা করে। এরপর থেকে ট্রলারটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগর থেকে ফিরে আসা ট্রলার ও সাগরতীরবর্তী এলাকায় খোঁজ নিলেও কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের স্বজনরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়রি করবেন বলে মালিক জানান।
হারিয়ে যাওয়া জেলেরা হচ্ছেন- উপজেলার রাজৈর গ্রামের মো. শাহ আলম (মাঝি), মো. ইউনুস হাওলাদার, মো. নাইম, উত্তর কদমতলার হেমায়েত উদ্দিন, আলামিন মোল্লা, হালিম হাওলাদার, মো. আব্বাস, হাসান শিকদার, আবদুল্লাহ খান, মধু খান, ফারুক খান, দিকচর গ্রামের তৌহিদুল, খাদা গ্রামের শাহজাহান হাওলাদার, রসুলপুর গ্রামের বারেক তালুকদার, মঠেরপাড় গ্রামের মো. কামাল হাওলাদার ও চট্টগ্রামের বাঁশখালী গ্রামের শামসুদ্দিন হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার অতুল মণ্ডল জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন তিনি।