ভোলায় বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

ভোলা থেকে জুন্নু রায়হান: ভোলায় তীব্র শীতের পাশাপাশি দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে এখানে। মানুষের চলাচল ছিল অনেকটাই কম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।  সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে শীত বেড়ে যাওয়ায় ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছে।