ধনবাড়ী থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে মুকুল মিয়া (১৪) নামেে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মকুল চাপড়ী গণ উচ্চ বিদ্যালয় থেকে এবার মুকুলের এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
মধুপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, বৃহষ্পতিবার (১ জানুয়ারি) শালিকা বাজারের পাশে একটি গাছে বাঁধা অবস্থায় মুকুলের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, দৃর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গাছের সাথে বেঁধে রাখে। মুকুল আউশনারা ইউনিয়নের শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে। আলাউদ্দিন জানান, বুধবার বিকেলে শালিকা বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে সে আর ফেরেনি।
এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।