ধনবাড়ী থেকে প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে বই উৎসব উপলক্ষে বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার সত্যব্রত সরকারের সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
ধনবাড়ী উপজেলাতেও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নওয়াব ইনস্টিটিউশন মাঠে এই অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ।