লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: শিবিরের হামলায় যুবলীগকর্মী ও চরফলকন ইউপি সদস্য সিরাজুল ইসলামকে আহত করার ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (১ জানুয়ারি) সিরাজুলের ভাই মনির হোসেন কমলনগর থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উভয়পক্ষের সংঘর্ষ বাঁধলে সিরাজুল আহত হন।
মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুর উদ্দিন ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাছির উদ্দিন জামশেদসহ ১৬ জনের নামে অভিযোগ আনা হয়। এ মামলায় জামায়াত-শিবিরের অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, এখন পর্যন্ত অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছেন- শিবিরকর্মী মো. রাহাত, মো. পারভেজ ও আব্দুল মান্নান। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ছাত্র শিবিরের বের করা মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উপজেলা সদর হাজিরহাটে শিবির-যুবলীগের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাছির উদ্দিন জামশেদসহ উভয় পক্ষের তিনজন আহত হয়। এ সময় যুবলীগকর্মীরা জামায়াত নিয়ন্ত্রিত হাজিরহাট আইডিয়াল কিন্ডারগার্টেনের শ্রেণি ও অফিসকক্ষ এবং চরফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফাছায়েত উল্যাহর বসতঘর ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।