শেরপুরে বই উৎসব

শেরপুর থেকে প্রতিনিধি: সারা দেশের মতো শেরপুরেও বই বিতরণ উৎসব হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন আহম্মদ।

Boy_Pic
শিক্ষাবর্ষের শুরুতে নতুন বই হাতে পেল শিক্ষার্থীরা

মো. রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অন্যরা।