উজিরপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের এক স্কুল শিক্ষককে শুক্রবার (২ জানুয়ারি) রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৭) উপজেলার ডব্লিউ বি ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন।

নিহতের ভাই আশুতোষ চক্রবর্তী জানান, শুক্রবার রাত আটটার দিকে বাড়ির কাছে মুখোশধারী দুর্বৃত্তরা তার ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে। দুর্বৃত্তরা  বিপুল কৃষ্ণের বসতঘরে যেয়ে তার পালিত কন্যা কল্পনা রানীকেও মারধর করে গুরুতর আহত করে। চিৎকারে শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে খুনিরা  পালিয়ে যায়।

বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশুতোষ আরো জানান, জমিজমা নিয়ে বিপুল কৃষ্ণের সঙ্গে প্রভাবশালী প্রতিবেশীদের বিরোধ ছিল। এ কারণে তার ভাই খুন হতে পারেন বলে তাদের ধারণা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।