গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ঘুষ হিসেবে নেওয়া টাকা ফেরত চা্ওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি স্কুলের প্রধান শিক্ষক ও তার সহযোগীরা স্কুলের একজন নারী শিক্ষকের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। হামলাকারীরা এ সময় তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করেন ওই শিক্ষক।
কমিউনিটি বিদ্যালয় থেকে সরকারিতে উন্নীত হওয়া বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া সুলতানার বেতন-ভাতা সরকারি বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফকির জাকিয়া সুলতানার কাছ অফিস খরচের কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করেন। দাবি অনুযায়ী জাকিয়া সুলতানা ২০১৩ সালের জানুয়ারি মাসে শাহজাহান ফকিরকে তিন লাখ ৫০ হাজার টাকা দেন।
দীর্ঘদিন পার হলেও সরকারি কাঠামো অনুসারে জাকিয়ার বেতন-ভাতা ছাড় না হওয়ায় তিনি বিষয়টি লিখিতভাবে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে জানান।
উপজেলা চেয়ারম্যান এ নিয়ে সালিশ করলে টাকা নেওয়ার কথা প্রমাণিত হয়। চেয়ারম্যান জাকিয়া সুলতানার টাকা ফিরিয়ে দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন এবং সময় বেঁধে দেন।
আজ (৩ জানুয়ারি) দুপুরে বারইহাটি বাজারে প্রধান শিক্ষকের কাছে টাকা চাইতে যান জাকিয়া সুলতানা। এ সময় শাহজাহান ফকির বাড়ি থেকে বিজয়সহ কয়েকজনকে ডেকে আনেন। পরে প্রধান শিক্ষক ও তার সহযোগীরা কয়েক শ’ মানুষের সামনে জাকিয়াকে মারধর করেন। তারা জাকিয়াকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকলে বাজারের ব্যবসায়ীরা এসে তাকে রক্ষা করেন। পুলিশের একটি দলও ঘটনাস্থলে আসে। তবে শাহজাহান ফকির পালিয়ে যান।
জাকিয়া সুলতানা বলেন, তারিখ অনুযায়ী টাকা ফেরত চাওয়ায় সন্ত্রাসী দিয়ে সে আমাকে মারধর করে আমার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এখন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনা শুনে শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।