গাড়িসহ এক সপ্তাহ ধরে নিখোঁজ মধুপুরের চালক

মধুপুর (টাঙ্গাইল) থেকে সংবাদদাতা : টাঙ্গাইলের মধুুপুর উপজেলার গাড়িচালক মো. হাসমত আলী ২৫ ডিসেম্বর থেকে ধরে নিখোঁজ রয়েছেন। ওইদিন তিনি যাত্রী নিয়ে একটি ভাড়া করা মাইক্রোবাস নিয়ে ঢাকার আগারগাঁও যান। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর থেকে গাড়িসহ তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ হাসমত আলী।
নিখোঁজ হাসমত আলী।

মাইক্রোবাসের মালিক প্রভাষ ভৌমিক জানান, হাসমত তার হাইএইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৪৬৫৬) নিয়ে ঢাকা যান। আগারগাঁও তালতলা এলাকায় থাকা অবস্থায় রাত পৌনে দশটার দিকে চালকের সাথে তার সর্বশেষ কথা হয়। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছে না। হাসমতের মোবাইলও বন্ধ রয়েছে। অনেক খোঁজাখোঁজির পর কোনও সন্ধান না পেয়ে ২৭ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ১৬২৮। যদি কেউ গাড়িচালক ও গাড়িটির সন্ধান পান তবে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন গাড়ির মালিক।