নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: ‘শিক্ষা, সাহিত্য, সেবা, সংস্কৃতি, খেলাধুলা, আমোদ-প্রমোদ ও উৎকর্ষতা’ এই স্লোগান নিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জোনাকী ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দু দিনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষ হয়। এ উপলক্ষে সকালে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

উৎসবে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উৎসবের উদ্বোধন করেন। জোনাকী ক্লাবের সুবর্ণজয়ন্তী পরিষদের আহবায়ক মকছুদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সামসুল হাসান মীরনের সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।
উৎসবের আয়োজনের মধ্যে আরও ছিল আনন্দ উৎসব, র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ, স্বাস্থ্যমেলা, চক্ষু শিবির, সেমিনার, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুবর্ণজয়ন্তীকে ঘিরে ক্লাব চত্বর প্রবীণ এবং নবীন সদস্য ও তাদের পরিবারের সদ্যদের মিলনমেলায় পরিণত হয়।