দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণফোনের ওয়্যার হাউজের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে চোরের হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশের ধারণা। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আজ (৩ জানুয়ারি) সকালে গ্রামীণফোনের ওয়্যারহাউজের কর্মচারীরা এসে নৈশপ্রহরী আনসার রহমানকে (৩৮) সিড়ির পাশে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত আনসার পার্বতীপুরের চাউদয়াপাড়ার মৃত তোসাদ্দেক হোসেনের পুত্র।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়্যার হাউজের অপর দুই প্রহরী মাহবুব রহমান ও মহসীন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ২৪ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে। এদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় মাস করে কারাদণ্ড দেন। এছাড়া আটজনকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) মধ্য রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান তাদের গ্রেফতার করা হয়। এসময় ২৫০ কেজি গাঁজা, ১৬০ পুরিয়া হেরোইন, ২ হাজার নেশার ট্যাবলেট ও ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ১২ জনের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে।