মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান : কমিটি গঠন পরবর্তী বিরোধের জের ধরে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন জন আহত হয়েছে। এ সময় দুটি বাড়ি ভাংচুর করা হয়। আজ (৩ জানুয়ারি) সন্ধ্যায় ধনবাড়ী চালাশ চৌরাস্তায় এ সংঘর্ষ ঘটে।
গত ১৭ ডিসেম্বর ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব আনাম স্বপন ফকিরকে আহবায়ক করে এবং এস এম সোবহানকে আহবায়ক ও হাফেজ খাইরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে নতুন দুটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে দলের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আজিজুর রাহমান, হাবিবুল্লাহ ফকির ও অধ্যাপক রেজাউল হকের নেতৃত্বে আজ সন্ধ্যায় ধনবাড়ী কলেজ মাঠে নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম ওরফে স্বপন ফকিরের কুশপুত্তলিকা দাহ করে এবং তাকে ধনবাড়ীতে অবাঞ্ছিত ঘোষণা করে।
খবর শুনে স্বপন ফকির গ্রুপের এস এম সোবহান ও খাইরুল মুন্সীর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে কমপক্ষেপাঁচজন জন আহত হয়।
আহতরা হলেন- স্বপন ফকির গ্রুপের অধ্যাপক হাবিবুর রহমান, ছাত্রদল নেতা আইয়ূব আলী, মুহাম্মদ আলী গ্রুপের অধ্যাপক মোশাররফ হোসেন, সোলায়মান হোসেনন।
এ ঘটনায় সদ্য বিলুপ্ত ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আজিজুর রহমান ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ ফকিরের বাড়ি ভাংচুর করে। এ ব্যপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনা আমি শুনেছি, তবে কেউ এ ঘটনায় কোনও অভিযোগ করেনি।