শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যের প্রতিসেট বইয়ের জন্য ২০০ টাকা করে ফি আদায়ের অভিযোগ উঠেছে। বই উৎসবের দিনে বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে ওই টাকা আদায় করা হয়। এ নিয়ে আজ (৩ জানুয়ারি) কয়েকজন অভিবাবক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে এর প্রতিকার চেয়েছেন।
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের বার্ষিক চাঁদা হিসেবে ২০০ করে টাকা নেওয়া হয়েছে। বইয়ের জন্য কোনও টাকা নেওয়া হয়নি।
নকলার ইউএনও আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।