সোনাইমুড়ীতে ৪ জুয়াডির সাজা

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে আজ (৩ জানুয়ারি) দুপুরে চার জুয়াডিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন ।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন-  কালিকাপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে রুহুল আমিন (৩৫), আব্দুল মতিনের ছেলে মোশারফ হোসেন (২৮), ওলি উল্ল্যার ছেলে ছালেহ উদ্দিন (২৭) ও মো. শাহজাহানের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৮)।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন জানান, কালিকাপুর গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোশারফ হোসেনকে তিন মাস, রুহুল আমিনকে দু্ই দিন, ছালেহ উদ্দিনকে এক মাস ও মোয়াজ্জেমকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।