অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে এডিলেইড হিলের দাবানল আরো ছড়িয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এ পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ২২ জন। দাবানলের কারণে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বৃষ্টি হওয়ায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এডিলেইড হিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা।