কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর আমড়াজুড়ি আবাসন প্রকল্পের কাছে রণদূত প্লাস নামে একটি লঞ্চের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চের মাস্টার সাইফুল ইসলাম সাজ্জাদ জানান, লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে কাউখালীর লঞ্চ ঘাটের দুই কিলোমিটার দুরে সন্ধ্যা নদীর আমড়াজুড়ির কাছে এলে লঞ্চটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় লঞ্চটিকে আমড়াজুড়ি আবাসন প্রকল্পের চরে নোঙ্গর করা হয়।
খবর পেয়ে স্থানীয়রা ও কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরাজুড়ি ফেরির সহঅতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন নিভাতে এসে শহিদুল মিলন ও নামে স্থানীয় এক যুবক পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। লঞ্চ সুপারভাইজার সাজ্জাদ জানান, লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার সময় লঞ্চের ভিতরে দোকান ভাঙার সময় কাউথালী থানার পুলিশ চাইনিজ কুড়ালসহ কচুয়াকাঠি গ্রামের সোহেলকে (২৫) পুলিশ গ্রেফতার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছে।