চেল্লাখালী রাবারড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫০০ হেক্টর জমি সেচ সুবিধা পাবে

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে রাবারড্যাম নির্মিত হচ্ছে। এর নির্মাণ শেষ হলে নালিতাবাড়ীর ৫০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে বছরে সোয়া দুই হাজার টন খাদ্যশস্য উৎপাদিত হবে।

আজ (৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলাম রাবারড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাবারড্যাম নির্মাণ করবে। এজন্য ব্যয় হবে ১৪ কোটি টাকা।

krishi pic nalitabari 2-1ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় বিএডিসির চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম, রাবারড্যাম নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হাফিজ উল্লাহ চৌধুরী, বিএডিসির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান, শেরপুর জেলা প্রশাসক জাকীর হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, আসমত আরা আসমা, জিয়াউল হক, আব্দুস সবুর, আব্দুল ওহাব, ফজলুল হকসহ অন্যরা।

কৃষি সচিব জানান, চেল্লাখালী নদীর উপর রাবারড্যাম দেশের খাদ্য উৎপাদনে অভূতপূর্ব অবদান রাখবে। সেচের পানির অভাবে শুকনো মৌসুমে এখানে ফসল উৎপাদনে বেশ কষ্টকর ছিল। চেল্লাখালী রাবারড্যাম কৃষকের ভাগ্য খুলে দিবে।