চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, সমাবেশ নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় নারী কর্মীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে শনিবার রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ে অবস্থান করছেন ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।

রাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বাসায় তল্লাশি চালানো হয়েছে । শনিবার (৩ জানুয়ারি) রাতে আটকের পর পুলিশ হেফাজতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর চিকিৎসা চলছে অ্যাপোলো হাসপাতালে। এদিকে রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।