জম্মু-কাশ্মির সীমান্তে গোলাগুলি, নিহত ৫

জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর হামলায় এক নারী ও দুই ভারতীয় জওয়ান নিহত হয়েছে। আহত হয়েছে ১১ বেসামরিক নাগরিক। ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় নিহত হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্য। শনিবার রাতে জম্মু -কাশ্মিরের কাঠুয়া এবং সামবা জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চেক পোস্ট এবং বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী। পাল্টা হামলা চালায় ভারতীয় বাহিনী। দু’পক্ষের গোলগুলির পর সীমান্ত এলাকা থেকে প্রায় এক হাজার সাধারণ নাগরিককে সরিয়ে নিয়েছে ভারত।

New Picture
পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর গোলার আঘাতে সাম্বা জেলার বাইনগ্লাদ গ্রামের এই বাসিন্দার ঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।