বাগেরহাটে মা ফাউন্ডেশন ও সাউথ বাংলা ব্যাংকের কম্বল বিলি

বাগেরহাট থেকে বাবুল সরদার: বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে বাগেরহাটে শীতার্তদের মধ্যে কম্বল বিলি করা হয়েছে। মা ফাউন্ডেশনের উদ্যোগে আজ (৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার প্রায় এক হাজার নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মা ফাইন্ডেশনের চেয়ারম্যান শ্রীমতি পূজা সিকদার।

মা ফাউন্ডেশন দরিদ্রদের মধ্যে কম্বল বিলি করে।
মা ফাউন্ডেশন দরিদ্রদের মধ্যে কম্বল বিলি করে।

ডা. দুলালকৃষ্ণ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান, সাংগঠনিক সচিব এম আর মিজানসহ অন্যরা। পরে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার ও সীমানা দেয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফকিরহাটে সাউথ বাংলা ব্যাংকের কম্বল বিলি

ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিলি করা হয়েছে।

আজ (৪ জানুয়ারি) লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ব্যাংকের কাটাখালী শাখার ব্যবস্থাপক বিধান কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আবুল হোসেন। অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. আমজাদ হোসেন।

ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাংগীর আলমের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন লখপুর গ্রুপের নির্বাহী পরিচালক সুজিত কুমার সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক খান হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা মো. মাহামুদুর রহমান, ইউপি সদস্য আবুবকর সিদ্দিকী, বজলুর রহমান মোড়ল, আবু তালেব, আরিদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা আয়শা আক্তার ও মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক, শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা লখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নুতন শিক্ষাবর্ষের বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন।