বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বড় কোনো চমক ছাড়াই আজ দুপুরে দল ঘোষণা করা হয়। পেসার মাশরাফি বিন মুর্তজা দলের অধিনায়ক এবং সাকিব আল হাসান সহ-অধিনায়ক। অন্যরা হচ্ছেন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এনামুল হক, মাহমুদুল্লাহ, মোমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি। সূত্র: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড।
বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড।