নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: জনঅংশগ্রহণমূলক বাজেট এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে নোয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জাতীয় বাজেটকে অধিকতর জনমুখী এবং বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় স্থানীয় সরকার প্রতিনিধিরা বলেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারগুলোর বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের কোনও সুযোগ রাখেনি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে অবশ্যই জাতীয় বাজেটকে গণতান্ত্রিক এবং বিকেন্দ্রীভূত করতে হবে।
সুপ্র নোয়াখালী সভাপতি মনুগুপ্তের সভাপতিত্বে কর্মশালায় নোয়াখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন আয়োজন করে।