বরিশাল থেকে এম মিরাজ হোসাইন: বরিশালে অন্যসব দলের সভা-সমাবেশ বন্ধ থাকলেও আওয়ামী লীগের আলেআচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীতে ২০ দলীয় জোটের সভা-সমাবেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং সোমবার সকাল সাড়ে ১০টায় কার্যালয়ে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভাও করেছে। এ বিষয়ে নগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারবিরোধী কোনো বক্তব্য না দেয়ায় আওয়ামী লীগকে বাধা দেয়া হয়নি।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ বিএনপিকে হরতাল এবং জ্বালাও-পোড়াও পরিহার করে দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি করার আহবান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিসসহ অন্যরা।