কলাপাড়ায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাসের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেয়া হয়। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা ২০ কোটি টাকার মানহানির মামলা করলে আদালত এ আদেশ দেন।