কলাপাড়া থেকে প্রতিনিধি: চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় রাজিয়া বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার রাতে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের ছোট-বালিয়াতলী বাজারে টমটম থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর জখম হন ।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার রাতে তিনি মারা যান। নিহতের বাড়ি উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে।