গফরগাঁওয়ে সিনেমা হলে আগুন

গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ (৫ জানুয়রি) ভোরে সাথী সিনেমা হলের মেশিন রুমে আগুন লেগে মেশিন, সিনেমার রিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ভোর সাড়ে ৪টার দিকে পৌর শহরের স্টেশন রোডের সাথী সিনেমা হলে আগুন জ্বলতে দেখে টহল পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিনেমা হলটির মেশিন রুম, সিনেমার রিল ও আসবাবপত্র পুড়ে যায়। হল কর্তৃপক্ষ জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ।