বরিশাল থেকে এম মিরাজ হোসাইন: বিয়ে লোভ দেখিয়ে এক নারীকে ধর্ষণের পর গর্ভপাত ঘটানো ও আরো দুই নারীকে ধর্ষণের অভিযোগে বরিশালের গৌরনদী পুলিশ মঈন নামের একজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের আরেকটি ঘটনায় রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার অভিযোগ করা হয়, উপজেলার বার্থী ইউনিয়নের এক নারীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে মঈন হাওলাদার। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মঈন বিয়ের কথা বলে কৌশলে গর্ভপাত করিয়ে বিয়ে করা থেকে বিরত থাকে।
অন্য এক নারীকে ধর্ষণের ঘটনায় পুলিশ শনিবার রাতে রহমান বেপারীকে (২১) গ্রেফতার করেছে। রহমান উপজেলার বয়সা গ্রামের মন্নাত বেপারীর ছেলে।